৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস
অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।
প্রিয় শুভাকাঙ্ক্ষি, আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা অবগত আছেন যে, গত ৪ বছর ধরে ভিন্ন দৃষ্টি কতৃক আয়োজিত হয়ে আছসে "ভিন্নদৃষ্টি'র ঈদ আনন্দ" নামের ইভেন্ট। ২০১৮ ও ২০১৯ সালে আমদের বাছাইকৃত পরিবার গুলোকে সম্পূর্ণভাবে ঈদের আনন্দ দেওয়ার জন্য "ভিন্নদৃষ্টি'র খুশির বক্স" বিতরন করা হয়। সেখানে পরিবারের সবার পোশাক সহ ঈদের খাবার পর্যন্ত ছিল। কিন্তু গত বছর থেকে পরিস্থিতি ভিন্ন। বর্তমানে পোশাকের চেয়ে খেয়ে বেঁচে থাকাটা জরুরী হয়ে পরেছে। তাই টিম ভিন্ন দৃষ্টি গত বছর "ভিন্নদৃষ্টি'র পাঠশালা" এর ৫২ জন শিক্ষার্থীর ৫২ টি পরিবার সহ মোট ৫৬টি পরিবারে ঈদের বাজার সহ ৭ দিনের বাজার ঈদ উপহার হিসেবে দিয়েছি। এইবারও আমরা তেমন কিছু করতে চাচ্ছি। গতবারের মত এইবার আমাদের উপহার সামগ্রীর মধ্যে থাকবেঃ চাল - ১০ কেজি আলু - ৩ কেজি ডাল - ১ কেজি পিয়াজ - ১ কেজি তেল - ১ কেজি ঈদের জন্যঃ পোলাও চাল - ১ কেজি সেমাই - ১ কেজি চিনি - ১ কেজি দুধ, বাদাম, কিসমিস প্রতিটি পরিবারের জন্য খরচ হবে প্রায় ১১০০ টাকা। বরাবরের মত এইবারো আমরা আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি। আমরা সবাই বর্তমান পরিস্থিতি বুঝতে পারছি। কিন্তু এইটাও সত্য "ছোট্ট ছোট্ট বালুকণা বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতল।" আসুন সবার সহযোগিতায় সমাজের পিছিয়ে থাকা সুবিধাবঞ্চিত মানুষের মুখে একটু হাসি ফোটই। ঈদের আনন্দ তাদের সাথেই ভাগাভাগি করি। ইভেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে বা সাহায্য পাঠাতে যোগাযোগ করুনঃ Rinku Roy Orko: 01952462008 Event Link https://fb.me/e/cQKlrjiDb।।
Hard Rock Casino & Resort, Atlantic City - MapYRO
ReplyDeleteFind out what's popular at Hard Rock Casino 파주 출장안마 & Resort in Atlantic City and other places like Boston 문경 출장안마 and New Jersey. 보령 출장샵 Rating: 강릉 출장안마 7.6/10 · 2,012 경상북도 출장마사지 reviews