৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস

বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর,
অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।
আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি নানা আনুষ্ঠানিকতায় উদ্‌যাপিত হচ্ছে। জাতিসংঘ এ বছর নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে, ‘আমি প্রজন্মের সমতা: নারী অধিকারের প্রতি সচেতনতা’। আর বাংলাদেশে সরকারের পক্ষ থেকে দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’।
ভিন্ন দৃষ্টি'র পক্ষ থেকে সকল নারীদের প্রতি রইল শুভেচ্ছা ও শুভ কামনা।


1 comment:

  1. Hard Rock Casino & Resort, Atlantic City - MapYRO
    Find out what's popular at Hard Rock Casino 파주 출장안마 & Resort in Atlantic City and other places like Boston 문경 출장안마 and New Jersey. 보령 출장샵 Rating: 강릉 출장안마 7.6/10 · ‎2,012 경상북도 출장마사지 reviews

    ReplyDelete

Powered by Blogger.