আমরা দুই ধরনের সদস্য নিয়ে থাকি।
১) নিয়মিত : যারা আমাদের সময় ও সাপোর্ট দিবে।
২) অনিয়মিত : যারা আমাদের সময় দিতে  পারবেনা কিন্তু সাপোর্ট দিবে।

আমরা আমাদের ইভেন্ট সঠিক ভাবে পরিচালনা করার জন্য মাসিক চাদা নিয়ে থাকি। যারা নিয়মিত তাদের মাসিক চাদা নূন্যতম ৫০ টাকা। যারা অনিয়মিত তাদের মাসিক চাদা নূন্যতম ১০০ টাকা। যদি কেউ বেশি দিতে চাই তবে দিতে পারবে। এটি প্রতি মাসে নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে হবে।

এছাড়া আমরা প্রতিমাসে টিম মিটিং করি, এতে টিম টি এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে বিভিন্ন আলোচনা করা হয়। সবার মতামত আমরা নিয়ে থাকি।

এছাড়া আরো অনেক কিছু জানতে পারবেন আমাদের গ্রুপ ও পেজে।
আমাদের সম্পদর্কে কোনো মতামত বা পরামর্শ দেওয়ার থাকলে ইনবক্সে জানাবেন।

ভিন্ন দৃষ্টির নিয়মিত/অনিয়মিত সদস্য হওয়ার শর্ত :

১.যেহেতু আমরা স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করব, নিজ স্বার্থ হাসিল করার জন্যে 'ভিন্নদৃষ্টি'র সাথে যুক্ত হওয়া যাবে না।

২.কোন প্রকার ব্যক্তিগত, রাজনৈতিক, ধর্মীয় প্রভাব বিস্তার করা যাবে না।

৩.'ভিন্নদৃষ্টি'র কাজে বাধা সৃষ্টি করে এমন কর্মকান্ড ঘটানো যাবে না।

৪.নিজ নিজ দায়িত্ব ও সময়ের সঠিক ব্যবহার করতে হবে।

৫.নিজেদের ভিতর কোন বিষয় নিয়ে গ্রুপিং করা যাবে না।

৬.নিজেদের কোন ব্যক্তিগত সমস্যা নিয়ে টিমে প্রভাব ফেলা যাবে না।

৭.কোনো স্বেচ্ছাসেবক যদি অন্য যে কোন সংগঠনের সদস্য হয়, তবে তার প্রভাব 'ভিন্নদৃষ্টি'তে বিস্তার করা যাবে না।

৮.কোন স্বেচ্ছাসেবক আইন বিরোধী কাজে লিপ্ত থাকলে, তার দায়ভার 'ভিন্নদৃষ্টি' অথবা অন্যান্য স্বেচ্ছাসেবক গ্রহণ করবে না। 

৯.সকল স্বেচ্ছাসেবকই একে-অপরের ভাই-বোন সমতুল্য, নিজেদের ভিতর একাত্মতা ও সুসম্পর্ক বজায় রাখতে হবে, আচার-আচারণ মার্জিত ও রুচিশীল হতে হবে।

১০.নির্বাহী পরিষদ যে সিদ্ধান্ত গ্রহণ করবে তা সকল সদস্যকে অবশ্যই মানতে হবে। তবে ঐ সিদ্ধান্তের বিরুদ্ধে যদি কোন স্বেচ্ছাসেবকের কোন অভিমত থাকে, তাহলে সে তার অভিমত প্রকাশ করতে পারবে। যৌক্তিক হলে তা অবশ্যই ভেবে দেখা হবে। 

১১.নির্দিষ্ট সময়ের মধ্যে মাসিক চাঁদা প্রদান করতে হবে (যারা দূরে থাকে, তারা বিকাশ অথবা রকেটের মাধ্যমে চাঁদা পরিশোধ করতে পারবে)।

১২.বগুড়াতে থাকা অবস্থায় যেকোন ইভেন্ট বা মিটিং-এ অবশ্যই উপস্থিত হতে হবে।

১৩. নিয়মিত সদস্যের ক্ষেত্রে ২ মাস গ্রুপে এক্টিভ না থাকলে এবং অনিয়মিতদের ক্ষেত্রে ২ মাস কোনো খোজ না নিলে সদস্যপদ বাতিল করা হবে।

সদস্য হতে   এখানে চাপুন

Powered by Blogger.