শাহাদাৎ হোসেন কে বাঁচাতে চায়



শাহাদাৎ হোসেন। ব্রেনস্টোক করে সে এখন কোমায়। শাহাদাৎ হোসেনের উন্নত চিকিৎসার জন্য "ভিন্ন দৃষ্টি" বিভিন্ন স্কুল, কলেজ, পাব্লিক প্লেসে  গিয়ে অনুদান সংগ্রহ করে এবং গত  ১১ই নভেম্বর ২০১৭ তারিখে তার পরিবারের হাতে সে টাকা হস্তান্তর করে।
বগুড়া ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুল থেকে ১৯৯৭ সালে SSC তে প্রথম বিভাগ এবং ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে ১৯৯৯ সালে HSC তে ১৫তম বোর্ডস্ট্যান্ড করেন, ইন্ডিয়ায় স্কলারশিপে BBA এবং ইংল্যান্ডে MBA করেন তিনি। বিগত ৩বছর হল দেশে ফিরেছেন।বর্তমানে তার বয়স ৩৪বছর। সম্প্রতি একটা ভাল চাকরিও পেয়ে গিয়েছিলেন। কিন্তু গত ৭মাস হল ব্রেইন স্টোকের কারণে তিনি কোমায় আছেন।বলছিলাম মেধাবী শাহাদাৎ কে নিয়ে। মধ্যবিত্ত পরিবার হওয়া সত্ত্বেও সন্তানকে ফিরে পাবার আশায় যার বাবা-মা Agargon Neuro Science Hospital, Appolo Hospital, Green Life Hospital, DMCH এ (৩৮ লক্ষ টাকা ব্যয়ে) চিকিৎসা করার পরেও আজ ব্যর্থ। হতভাগা বাবা-মা এখনো সন্তানকে ফিরে পাচ্ছেন না।ডাক্তারদের পরামর্শ অনুযায়ী উনাকে যত দ্রূত সম্ভব দেশের বাইরে উচ্চ চিকিৎসার জন্য নিতে হবে,পাশাপাশি বিশেষ সার্জারির জন্য প্রস্তুত থাকতে হবে।কিন্তু এর জন্য প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন। বাবার আর্থিক স্বচ্ছলতা না থাকায় শাহাদাৎ এর জীবন এখন সংকটাপন্ন। তাই সাহায্যের জন্য সমাজের বিত্তবান, দানশীল, হৃদয়বান মানুষগুলোর সাহায্যের অপেক্ষায় শাহাদাৎ এর পরিবার।

কোনো সহৃদয় ব্যক্তি শাহাদাৎকে সাহায্য করতে চাইলে যোগাযোগ করুন :-

বিকাশ : 01710-969607 (শাহাদাৎ এর মা)
অথবা : অগ্রণী ব্যাংক হিসাব নং- 4283 মাদলা শাখা,বগুড়া।

আপনি চাইলে সরাসরিও সাহায্য করতে পারেন, আমরা আপনাদের সহযোগিতার দিকেই তাকিয়ে আছি।
শাহাদাৎ বাঁচবেই ইনশা আল্লাহ, শুধু প্রয়োজন সকলের সম্মিলিত সহযোগিতা।










1 comment:

  1. অনেক অনেক শুভ কামনা রইল।
    অনেক দূর এগিয়ে যাক ভিন্নদৃষ্টি ভাল কাজের মধ্য দিয়ে।

    ReplyDelete

Powered by Blogger.