এক বেলার আহার কর্মসূচী
বর্তমানে আমাদের দেশেও অনেক অনেক মানুষ এই পূর্নিমার চাঁদ এর আশায় বসে রয়েছে মানে একবেলা একমুঠো খাবারের আশায়।
এই সকল রাস্তায় বসবাসকারী মানুষের মুখে এক বেলা খাবার তুলে দেওয়ার চেষ্টা করছি। ভিন্ন দৃষ্টি ছোট সংগঠন। জানিনা দিনে কয়জনের মুখে খাবার দিতে পারব বা কতদিন দিতে পারবো। তবে এইটুকু বিশ্বাস আছে, যদি আপনারা আমাদের পাশে থাকেন তবে আমরা হয়তো তাদের এই খারাপ সময়ে তাদের মুখে একটু হাসি ফোটাতে পারবো।
রিংকু রায় অর্কঃ 01952462008
দ্বীপ পোদ্দারঃ 01832368418
No comments