এক বেলার আহার কর্মসূচী



ক্ষুদার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্নিমার চাঁদ যেন জলসানো রুটি।

বর্তমানে আমাদের দেশেও অনেক অনেক মানুষ এই পূর্নিমার চাঁদ এর আশায় বসে রয়েছে মানে একবেলা একমুঠো খাবারের আশায়।
করোনার কারনে বিশ্বের অন্যান্য দেশের মত আমাদের প্রিয় দেশটাও আজ অসহায়। সব কিছু বন্ধ শুধু মাত্র একটি রোগের ভয়ে। আমি আপনি আমরা সমাজের বৃত্তবান ও মধ্যবৃত্তরা নিজের জন্য পর্যাপ্ত খাবার সংগ্রহ করে রেখেছি কিন্তু যারা দিন আনে দিন খায় তারা…?
হ্যাঁ, যারা দিন আগে দিন খায় বা যারা রাস্তায় থাকে, অন্যদের কাছে হাত পেতে খাবের টাকা নেয় তাদের অবস্থা আমরা সবাই বুঝবো না। কারন যার ক্ষুদা তাই বুঝে।

এই সকল রাস্তায় বসবাসকারী মানুষের মুখে এক বেলা খাবার তুলে দেওয়ার চেষ্টা করছি। ভিন্ন দৃষ্টি ছোট সংগঠন। জানিনা দিনে কয়জনের মুখে খাবার দিতে পারব বা কতদিন দিতে পারবো। তবে এইটুকু বিশ্বাস আছে, যদি আপনারা আমাদের পাশে থাকেন তবে আমরা হয়তো তাদের এই খারাপ সময়ে তাদের মুখে একটু হাসি ফোটাতে পারবো।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন
রিংকু রায় অর্কঃ 01952462008
দ্বীপ পোদ্দারঃ 01832368418

No comments

Powered by Blogger.