এবারের ঈদ সুবিধাবঞ্চিদের সাথে


ঈদে সবাই নতুন জামা কাপড় কিনতে পারলেও ছিন্নমূল ও অসহায় দুস্থদের ভাগ্যে নতুন জামা-কাপড় জুটে না। তাই তাদের মাঝে নতুন কাপড় তুলে দিতে "ভিন্ন দৃষ্টি" এগিয়ে এসেছে। এরই ধারাবাহিকতায় ‘এবারের ঈদ সুবিধাবঞ্চিতদের সাথে’  শীর্ষক স্লোগান নিয়ে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে গত ২৪শে জুন ২০১৭তারিখে ঈদ বস্ত্র বিতরন করে।
বগুড়া শহরের মালতীনগর এলাকায় এস পি ব্রিজ সংলগ্ন বস্তিতে বসবাসরত ৪০ জন শিশুর হাতে নতুন কাপড় তুলে দেওয়া হয়।
এদিকে, ঈদের নতুন জামা পেয়ে খুশি আর আনন্দে মেতে উঠে শিশুরা।





1 comment:

  1. অনেক অনেক শুভ কামনা রইল।
    অনেক দূর এগিয়ে যাক ভিন্নদৃষ্টি ভাল কাজের মধ্য দিয়ে।

    ReplyDelete

Powered by Blogger.