"ভিন্ন দৃষ্টি শিক্ষাবৃত্তি প্রকল্প" এর আওতাভুক্ত ৬ জন JSC পরিক্ষার্থী

দূর্গম চড়ে বসবাস করেও তারা স্বপ্ন দেখে উচ্চ শিক্ষিত হওয়ার।
হ্যাঁ, বলছিলাম "ভিন্ন দৃষ্টি শিক্ষাবৃত্তি প্রকল্প" এর আওতাভুক্ত শিক্ষার্থীদের কথা। এবার ৬ জন JSC পরিক্ষার্থী ছিল।

                                


                         


                         


তাদের সকলের রেজাল্ট নিম্নরুপঃ
বিশাল 3.79
পারভিন 3.57
ফাহিমা 3.29
শারমিন 3.14
বিনা 3.14
শারমিন 2.71

সবাই তাদের জন্য দোয়া করবেন তারা যেন তাদের স্বপ্ন পূরণ করতে পারে এবং ভালো মানুষ হয়ে দেশ ও জাতির জন্য ভালো কাজে নিয়োজিত হতে পারে।
ভিন্ন দৃষ্টি পরিবারের পক্ষ থেকে তাদের জন্য রইল অনেক অনেক শুভ কামনা।

No comments

Powered by Blogger.