"ভিন্নদৃষ্টি'র পাঠশালা" তে মেহেদী উৎসব


আগামী ৪ জুন "ভিন্নদৃষ্টি'র পাঠশালা" তে মেহেদী উৎসব অনুষ্ঠিত হবে।
পাঠশালার বাচ্চা সহ প্রায় ১০০ জন বাচ্চার হাত রাঙ্গিয়ে দেওয়া হবে মেহেদীর রং এ।
আর এই কাজটি খুব কম সময়ে করার জন্য আমাদের প্রয়োজন বেশ কিছু ভলেন্টিয়ার।
আপনার যদি বিকালে ১ ঘন্টা বা তার বেশি সময় অতিরিক্ত থাকে তবে চলে আসুন আমাদের পাঠশালায়।
প্রোগ্রাম শুরুঃ বিকাল ৩ টা থেকে।
প্রোগ্রাম শেষঃ বিকাল ৬ টা (প্রায়)।
ঠিকানাঃ ভিন্নদৃষ্টি'র পাঠশালা, চেলোপাড়া চাষীবাজার সংলগ্ন শিশু পার্ক। চেলোপাড়া, বগুড়া।
আপনার উপস্থিতি আমাদের কাজ কে আরো সহজ ও দ্রুত করতে সহযোগিতা করবে তাই আপনার কাছে অনুরোধ যদি সম্ভব হয় চলে আসেন।

No comments

Powered by Blogger.