ভিন্নদৃষ্টি'র ঈদ আনন্দ'১৯

"ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ" - কিন্তু এই আনন্দ সীমাবদ্ধ শুধু সামর্থ্যবানদের মাঝে। প্রতি বছর ঈদ আসে ঈদ যায়, কারো কাছে ঈদ মানে লাখ টাকার শপিং, আবার কারো কাছে ঈদের দিনটি অন্য দিনের থেকে ব্যতিক্রম কোন দিন না। সেই একই ছেঁড়া জামা, সেই একই ভাবে ক্ষুধার জ্বালা বুকে নিয়ে বিত্তবানদের ধারে ধারে ঘুরে বেড়ানো। ঈদের খুশি থেকে তারা সবসময়ই বঞ্চিত।




হুম, আপনার আমার পাশেই আছে এমন অনেক গরিব দুস্থ, অসহায় মানুষ যারা চিরকালই ঈদের আনন্দ থেকে বঞ্চিত।

একটু ভেবে দেখুন, রমজান আমাদের কি শিক্ষা দিয়েছে ? আজ আমরা আমাদের সেই শিক্ষা ভুলতে বসেছি। আমরা ভুলে যাচ্ছি আমাদের উপর আমাদের পাশের গরিব অসহায় মানুষ গুলোর অধিকার রয়েছে। তাদেরও অধিকার আছে ঈদের আনন্দ উপভোগ করার।
তারা কিন্তু হাজার টাকার জামা চায় না, দামি দামি গহনা চায় না। সামান্য 200-300 টাকার একটি কাপড় ফেলে তারা আকাশ সমান খুশি হয়ে যায়।
আর এমন 200-300 টাকা আমরা ফোনে কথা বলে, সিগারেট পান করে অথবা ফাস্ট ফ্রুডে খরচ করি।

আসুন না মনের উদারতার দরজাটা একটু খুলে দেই। সামান্য একটু সহযোগিতার মাধ্যমে এবারের ঈদের খুশি তাদের সাথে ভাগ করে নেই।

এই ঈদকে সামনে রেখে "ভিন্ন দৃষ্টি" উদ্যোগে আমরা সম্মিলিত হয়ে গরিব অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করবো। আপনারও আমাদের সাথে এই মহৎ কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন।
পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। আপনার আমার সহযোগিতায় কিছু মানুষ খুশিতে আত্মহারা হবে যা হয়তো তারা কোনো দিন হয় নি ।


#পরিকল্পনা:

=> আমরা এই ঈদে ৪০ টি সুবিধাবঞ্চিত পরিবারের হাতে তুলে দিব "খুশির বক্স"।
প্রতিটি "খুশির বক্সে থাকবে :
১) পরিবারের সকলের জন্য এক সেট করে ঈদের নতুন কাপড়।
২) সেমাই, চিনি, দুধ, বাদাম, কিচমিচ।
৩) কিছু নগদ টাকা।
সাম্ভাব্য তারিখঃ ৩১শে মে থেকে ৩ জুন, ২৫ থেকে ২৮শে রমজান।

=> ভিন্নদৃষ্টি’র পাঠশালা এর শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে ঈদ উপহার।
সাম্ভাব্য তারিখঃ ৩১শে মে থেকে ৩ জুন, ২৫ থেকে ২৮শে রমজান।

=> ভিন্নদৃষ্টি’র পাঠশালা এর শিক্ষার্থীদের হাত রাঙ্গানো হবে মেহেদীর রঙ্গে।
সাম্ভাব্য তারিখঃ ৪ জুন রবিবার, ২৯ শে রমজান।


#তহবিল সংগ্রহ:
৩১শে মে ২৫ রমজান পর্যন্ত আমাদের তহবিল সংগ্রহের কার্যক্রম চলবে।
আগ্রহী যে কেউ আমাদের তহবিলে অর্থ সাহায্য পাঠাতে পারেন।



আরো বিস্তারিত জানতে বা সাহায্য পাঠাতে যোগাযোগ করুন :
মোবাইল : 01743477675
বিকাশ : 01743477675
রকেট : 01743477675-2

VinnoDristy@Gmail.com
www.facebook.com/VinnoDristry
https://vinnodristy.blogspot.com
https://web.facebook.com/groups/VinnoDristry
https://web.facebook.com/VinnoDristry

Event Link:  ভিন্নদৃষ্টি'র ঈদ আনন্দ'১৯


সবশেষে আরো একবার আপনার কাছে অনুরোধ রইলো, আসুন আমরা সকলে মিলে এই উদ্যোগটি সফল করি। মানবতার একটি দৃষ্টান্ত স্থাপন করি।
[ সকলের প্রতি বিশেষ অনুরোধ আপনার ফ্রেন্ড লিস্টের সকাল ফ্রেন্ডকে এই ইভেন্টে Invite করুন। ইভেন্ট ওয়ালে কমেন্ট করে আপনার মতামত আমাদের জানান]
#ভিন্নদৃষ্টি_ঈদ_আনন্দ
#ভিন্নদৃষ্টি
ধন্যবাদ

No comments

Powered by Blogger.