জীবন জিসানের ইচ্ছার প্রথম ধাপ
জীবন জিসান।
দুই ভাই। একজনের ইচ্ছা মাদ্রাসাতে পড়বে, একজন পড়বে জেনারেল এ।
সভ্য সমাজ এদেরকে পথশিশু বলে, কারন তাদের পারিবারিক অবস্থা ভাল না হওয়ার জন্য তারা রাস্তাই রাস্তাই ভিক্ষা করে।
কিন্তু তারাও পড়তে ইচ্ছুক, তারাও তাদের চোখে স্বপ্ন বুনে শিক্ষিত হওয়ার। কিন্তু সে সুযোগ তারা পাচ্ছে না। সুযোগ পেলে হয়তো তারাও একদিন হতে পারে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, উকিল ইত্যাদি।
তাই তাদের স্বপ্নের প্রথম ধাপ বাস্তবায়নের জন্য "ভিন্নদৃষ্টি'র পাঠশালা" এর পক্ষ থেকে একজনকে আরবি ভাষা শিক্ষা ও একজন কে আদর্শলিপি উপহার দেওয়া হলো।
পূরণ হোক এদের স্বপন,
ReplyDeleteপূরন হোক ভিন্নদৃষ্টির লক্ষ্য।