ছিন্নমূল শিশুদের শিক্ষা কার্যক্রমের লক্ষ্যে "ভিন্নদৃষ্টি'র পাঠশালা" উদ্বোধন করলো স্বেচ্ছাসেবী সংগঠন ভিন্ন দৃষ্টি



আগামী দিনে বগুড়ার সকল ছিন্নমূল শিশুকে শিক্ষা কার্যক্রমের আওয়াতায় নিয়ে আসার অংশ হিসাবে অবহেলিত শিশুদের নিয়ে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আগামী দিনে ছিন্নমূল শিশুরা যাতে অপরাধ মূলক কর্মকান্ডে জড়িয়ে না পড়ে তাহা রোধ করার লক্ষ্যে ও অন্যান্য সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ড পরিচালনা করার উদ্যোগ নিয়েছেন সমাজ সেবী সংগঠন ভিন্ন দৃর্ষ্টি। 
২ ফেব্রুয়ারি শনিবার বিকাল ৩টায় বগুড়ার চেলোপাড়া শিশু পার্কে আয়োজিত ছিন্নমূল শিশু শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বগুড়া পৌর ৬নং ওয়ার্ড কাউন্সিলর শ্রী পরিমল চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন, গবিন্দ্রগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যাপক নুরে আলম সিদ্দিকি, পৌর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হালিম। এছাড়াও সমাজসেবক বেলাল হোসেন, কৃষি অফিসার শাজাহান প্রমুখ। অনুষ্ঠানে ভিন্ন দৃর্ষ্টি সংগঠনের সভাপতি রিংকু রায় অর্ক এর  সভাপতিত্বে সাধারণ সম্পাদক আল-মামুন, সহ-সভাপতি রায়হান আলী মৃরাব সহ ভিন্ন দৃর্ষ্টির অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। আগামী দিনে তরুণ সমাজকে এই ধরনের সমাজ সেবা মূলক কর্মকান্ডে এগিয়ে আসার আহ্বান জানান আমন্ত্রিত অতিথি বৃন্দ। অনুষ্ঠান শেষে ছিন্নমূল শিশুদের মাঝে খাবার সহ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

1 comment:

  1. অনেক অনেক শুভ কামনা রইল।
    এগিয়ে যাকক ভিন্নদৃষ্টি

    ReplyDelete

Powered by Blogger.