মিষ্টির ইচ্ছার প্রথম ধাপ
নাম মিষ্টি। সমাজ যাদেরকে পথশিশু,টোকাই বলে নাক ছিটকায়! কিন্ত কেন এমন করা হয়, কেন তাদেরকে আপনার শিশুর মত শিশু পরিচয় দেওয়া হয় না?
আসুন তাদেরকে ছোট করে দেখা বর্জন করি, তাদের পাশে দাঁড়াই।
তারাও পড়তে ইচ্ছুক, তারাও তাদের চোখে স্বপ্ন বুনে শিক্ষিত হওয়ার। কিন্তু সে সুযোগ তারা পাচ্ছে না। সুযোগ পেলে হয়তো তারাও একদিন হতে পারে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, উকিল ইত্যাদি।
তাই তাদের স্বপ্নের প্রথম ধাপ বাস্তবায়নের জন্য ভিন্ন দৃষ্টি'র পক্ষ থেকে মিষ্টিকে আজ পড়ার বই উপহার দেওয়া হলো।