ভিন্নদৃষ্টি'র পাঠশালা এর জন্য শিশু সংগ্রহ - ৩
আগামী ২৭ শে ডিসেম্বর সকাল ১০ টায় টিম ভিন্ন দৃষ্টি চেলোপাড়া রেলওয়ে বস্তিতে যাবে সুবিধাবঞ্চিত শিশুদের তালিকা করতে। তাদেরকে আক্ষরিক জ্ঞান...
আগামী ২৭ শে ডিসেম্বর সকাল ১০ টায় টিম ভিন্ন দৃষ্টি চেলোপাড়া রেলওয়ে বস্তিতে যাবে সুবিধাবঞ্চিত শিশুদের তালিকা করতে। তাদেরকে আক্ষরিক জ্ঞান...
"এবারের ঈদ তাদের সাথে" এই স্লোগানে গত বছর ভিন্ন দৃষ্টি ৪১ জন সুবিধাবঞ্চির শিশুর মুখে হাসি ফোটাই নতুন ঈদের জামা দিয়ে।
আজ ১০ই ডিসেম্বর, বিশ্ব মানবাধিকার দিবস আজ। পৃথিবীর সকল দেশের প্রতিটি মানুষের অধিকার সুরক্ষিত হবে এই হোক আজকের প্রত্যাশা। নারী-যুবক, শিশ...
"মেয়েদের এমন শিক্ষায় শিক্ষিত করিয়া তুলিতে হইবে, যাহাতে তাহারা ভবিষ্যৎ জীবনে আদর্শ গৃহিণী, আদর্শ জননী এবং আদর্শ নারীরূপে পরিচিত হইতে পা...
নাম : বিপ্লব আজ ভিন্ন দৃষ্টি'র মিটিং শেষে আমার কাছে আসছে টাকা নিতে... - টাকা দিয়ে কি হবে...? - ভাত খামু - কত টাকা...? - ৩০ টা...
যে কোন যুদ্ধে জিততে অস্ত্রের বিকল্প নেই। ঠিক তেমনি শীত নামক যুদ্ধে জিতার অস্ত্র হল একটি শীত বস্ত্র। কিন্তু দারিদ্রসীমার নিচে বাস করা মা...
শাহাদাৎ হোসেন। ব্রেনস্টোক করে সে এখন কোমায়। শাহাদাৎ হোসেনের উন্নত চিকিৎসার জন্য "ভিন্ন দৃষ্টি" বিভিন্ন স্কুল, কলেজ, পাব্লিক প...
ভিন্ন দৃষ্টি কমিটি ২০১৭-১৮ সভাপতি : রিংকু রায় অর্ক সহ-সভাপতি : মৃরাব দ্বীপ কুমার পোদ্দার সাধারন সম্পাদক : মোঃ আল মামুন ইসলাম য...
আজ টিম ভিন্নদৃষ্টি শহরের মালতিনগর এলাকার এস পি ব্রিজের পাশের বস্তিতে একটি জরিপ করে। জরিপের উদ্দেশ্য ছিল ঐ বস্তিতে কয়টি শিশু আছে এবং তাদ...
আসসালামু আলাইকুম, আগামী ২৯/০৮/১৭ইং বিকাল সাড়ে চারটায় টিম ভিন্ন দৃষ্টি মালতীনগর বস্তিতে যাবে সুবিধাবঞ্চিত শিশুদের তালিকা করতে। তাদেরকে...
ঈদে সবাই নতুন জামা কাপড় কিনতে পারলেও ছিন্নমূল ও অসহায় দুস্থদের ভাগ্যে নতুন জামা-কাপড় জুটে না। তাই তাদের মাঝে নতুন কাপড় তুলে দিতে "ভ...
আমরা দুই ধরনের সদস্য নিয়ে থাকি। ১) নিয়মিত : যারা আমাদের সময় ও সাপোর্ট দিবে। ২) অনিয়মিত : যারা আমাদের সময় দিতে পারবেনা কিন্তু ...
"হৃদয়ের উষ্ণতাই উষ্ণ থাকবে শীতার্তরা" এই স্লোগান কে সামনে রেখে #ভিন্ন দৃষ্টি কতৃক আয়োজিত #উষ্ণতা_নিয়ে এর প্রথম ধাপ গত ১৩ ...
প্রিয় শুভাকাঙ্ক্ষি, আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা অবগত আছেন যে, গত ৪ বছর ধরে ভিন্ন দৃষ্টি কতৃক আয়োজিত হয়ে আছসে "ভিন্নদৃষ্টি'র ঈদ আনন্দ" নামের ইভেন্ট। ২০১৮ ও ২০১৯ সালে আমদের বাছাইকৃত পরিবার গুলোকে সম্পূর্ণভাবে ঈদের আনন্দ দেওয়ার জন্য "ভিন্নদৃষ্টি'র খুশির বক্স" বিতরন করা হয়। সেখানে পরিবারের সবার পোশাক সহ ঈদের খাবার পর্যন্ত ছিল। কিন্তু গত বছর থেকে পরিস্থিতি ভিন্ন। বর্তমানে পোশাকের চেয়ে খেয়ে বেঁচে থাকাটা জরুরী হয়ে পরেছে। তাই টিম ভিন্ন দৃষ্টি গত বছর "ভিন্নদৃষ্টি'র পাঠশালা" এর ৫২ জন শিক্ষার্থীর ৫২ টি পরিবার সহ মোট ৫৬টি পরিবারে ঈদের বাজার সহ ৭ দিনের বাজার ঈদ উপহার হিসেবে দিয়েছি। এইবারও আমরা তেমন কিছু করতে চাচ্ছি। গতবারের মত এইবার আমাদের উপহার সামগ্রীর মধ্যে থাকবেঃ চাল - ১০ কেজি আলু - ৩ কেজি ডাল - ১ কেজি পিয়াজ - ১ কেজি তেল - ১ কেজি ঈদের জন্যঃ পোলাও চাল - ১ কেজি সেমাই - ১ কেজি চিনি - ১ কেজি দুধ, বাদাম, কিসমিস প্রতিটি পরিবারের জন্য খরচ হবে প্রায় ১১০০ টাকা। বরাবরের মত এইবারো আমরা আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি। আমরা সবাই বর্তমান পরিস্থিতি বুঝতে পারছি। কিন্তু এইটাও সত্য "ছোট্ট ছোট্ট বালুকণা বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতল।" আসুন সবার সহযোগিতায় সমাজের পিছিয়ে থাকা সুবিধাবঞ্চিত মানুষের মুখে একটু হাসি ফোটই। ঈদের আনন্দ তাদের সাথেই ভাগাভাগি করি। ইভেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে বা সাহায্য পাঠাতে যোগাযোগ করুনঃ Rinku Roy Orko: 01952462008 Event Link https://fb.me/e/cQKlrjiDb।।