ভিন্ন দৃষ্টি - উষ্ণতা নিয়ে প্রথম ধাপ

"হৃদয়ের উষ্ণতাই উষ্ণ থাকবে শীতার্তরা" এই স্লোগান কে সামনে রেখে #ভিন্ন দৃষ্টি কতৃক আয়োজিত #উষ্ণতা_নিয়ে এর প্রথম ধাপ গত ১৩ জনুয়ারি শনিবার দুপচাচিয়া উপজেলাই সম্পন্ন হয়। উক্ত ইভেন্টে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের স্কুল সোয়েটার ও ভ্যাসলিন এবং সুবিধাবঞ্চিত মানুষদের কে কম্বল ও ভ্যাসলিন দেওয়া হয়। মোট ৪০ জনের মুখে হাসি ফুটাতে পেরে টিম #ভিন্নদৃষ্টি অনন্দিত এবং আপনাদের কাছে কৃতজ্ঞ।
আমাদের পরবর্তী আরো দুইটি ধাপ এর কাজ চলছে, খুব শীঘ্রই তাও বাস্তবায়ন হবে বলে আমরা আশাবাদী।






Powered by Blogger.