ভিন্নদৃষ্টি'র পাঠশালা এর জন্য শিশু সংগ্রহ - ২
আজ টিম ভিন্নদৃষ্টি শহরের মালতিনগর এলাকার এস পি ব্রিজের পাশের বস্তিতে একটি জরিপ করে।
জরিপের উদ্দেশ্য ছিল ঐ বস্তিতে কয়টি শিশু আছে এবং তাদের মধ্যে কতজন লেখাপড়া করে।
যে সকল শিশু লেখাপড়া করতে চায় কিন্তু সুযোগ পায়না তাদের পাশে দাড়াতে চেয়েছিল টিম ভিন্নদৃষ্টি। তাদের লেখা পড়ার সুযোগ করে দেওয়াই ছিল টিম ভিন্নদৃষ্টি-এর লক্ষ্য।
আমরা খুবই আনন্দিত যে সে বস্তিতে শিক্ষার হার ১০০%। সেখানে ২২টি পরিবারে ৪০টি শিশু আছে। যার মধ্যে ৬জন শিশু স্কুলে যায় না। যে ৬জন ছোট শিশু আছে তাদের বয়স ৩-৫ বছর। এদের এই বছরেই স্কুলে ভর্তি করে দিবে তাদের পরিবার।
আমরা চাই বাংলাদেশের প্রতিটি শিশু যেন শিক্ষার সুযোগ পায়। তারা যেন সমাজে টোকাই, নেশাখোর, বখাটে এসব পরিচয় নিয়ে না বেড়ে উঠে, তারা বেড়ে উঠুক শিশু পরিচয়ে। সুন্দর হোক তাদের জীবন।
অনেক অনেক শুভ কামনা রইল।
ReplyDeleteঅনেক দূর এগিয়ে যাক ভিন্নদৃষ্টি ভাল কাজের মধ্য দিয়ে।