উষ্ণতা নিয়ে সিজন - ১



যে কোন যুদ্ধে জিততে অস্ত্রের বিকল্প নেই। ঠিক তেমনি শীত নামক যুদ্ধে জিতার অস্ত্র হল একটি শীত বস্ত্র। কিন্তু দারিদ্রসীমার নিচে বাস করা মানুষ গুলোর পক্ষে সেই অস্ত্র কিনার সামর্থ্য নেই। আর তাই আমরা "ভিন্ন দৃষ্টি" টিম  সেই মানুষ গুলোর কথা মাথায় রেখে এই শীতের "উষ্ণতা নিয়ে" প্রজেক্ট  নিয়ে মাঠে নেমেছি। এই প্রজেক্ট এর মাধম্যে আমরা আপনার দান করা আর্থিক অনুদানগুলো নিজেদের ভলেন্টিয়ার দিয়ে ১০০ টি অসহায় শিশুর কাছে "নতুন স্কুল সোয়েটার" পৌছে দিব।

তাই গ্রুপের সকল সদস্য এবং বিশেষ ব্যাক্তিবর্গের দৃস্টি আকর্ষণ করিতেছি। আসুন মানবতার স্বার্থে আমরা এই সকল হতদরিদ্র শিক্ষার্থীদের পাশে দাড়াই। আসুন আমাদের সাথে আর বাড়িয়ে দিন সেইসব শীতার্ত মানুষের দিকে আপনার হৃদয়ের উষ্ণতা। আমরা আপনারই অপেক্ষায় আছি।

বি দ্র: অনুদান পাঠানোর আগে ও পরে অবশ্যই ফোনে বা মেসেজে জানাবেন।

যোগাযোগ :
০১৭৪৩-৪৭৭৬৭৫

সাহায্য পাঠানোর জন্য :

বিকাশ পারসোনাল
০১৭৪৩-৪৭৭৬৭৫


আমাদের ফেসবুক ইভেন্ট
https://m.facebook.com/events/132017034172667?_rdr

1 comment:

  1. অনেক অনেক শুভ কামনা রইল।
    অনেক দূর এগিয়ে যাক ভিন্নদৃষ্টি ভাল কাজের মধ্য দিয়ে।

    ReplyDelete

Powered by Blogger.