"ভিন্ন দৃষ্টি" বনাম "আলোর দিশারী পরিবার" এর প্রীতি ম্যাচ
শিক্ষার পাশাপাশি জ্ঞান বিকাশের জন্য প্রয়োজন খেলাধুলাও। তাই এবার বগুড়াতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে গড়ে উঠা "ভিন্নদৃষ্টি'র পাঠশালা" ও "আলোর দিশারী স্কুল" এর বাচ্চাদের মধ্যে আগামী ২৯শে আগস্ট বৃহস্পতিবার বিকাল ৪ টায় চেলোপাড়া চাষীবাজার মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।
এছাড়া "ভিন্ন দৃষ্টি" ও "আলোর দিশারী পরিবার" সংগঠনের স্বেচ্ছাসেবীদের মধ্যে ক্রিকেট (শর্ট পিচ) খেলাও অনুষ্ঠিত হবে একই স্থানে।
উক্ত খেলা দেখার জন্য আপনারা সবাই আমন্ত্রিত।
No comments