"ভিন্ন দৃষ্টি" বনাম "আলোর দিশারী পরিবার" এর প্রীতি ম্যাচ।

আজ বিকাল ৪ টায় চেলোপাড়া চাষীবাজার মাঠে অনুষ্ঠিত হলো বগুড়ার স্বেচ্চাসেবী সংগঠন "ভিন্ন দৃষ্টি" বনাম "আলোর দিশারী পরিবার" এর প্রীতি ম্যাচ।
প্রথমে হয় দুই সংগঠনের স্বেচ্ছাসেবীদের মধ্যে শর্ট পিচ ক্রিকেট ম্যাচ।
ভিন্ন দৃষ্টি বনাম আলোর দিশারী পরিবার
ফলাফলঃ আলোর দিশারী পরিবার ৪ উইকেটে জয় লাভ করে।

তারপর অনুষ্ঠিত হয়
ভিন্নদৃষ্টি'র পাঠশালা বনাম আলোর দিশারী স্কুল
বাচ্চাদের ফুটবল খেলার ফলাফলঃ
আলোর দিশারী স্কুল ২ গোল।
ভিন্নদৃষ্টি'র পাঠশালা ০ গোল।


বাচ্চাদের খেলাটি ছিল উত্তেজনায় ভরা। আমরা আসলেই অবাক তাদের এমন খেলা দেখে। এইসব সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে যে প্রতিভা আছে তা প্রকাশ করার উদ্দেশ্যেই আয়োজন করা হয় আজকের এই প্রীতি ম্যাচ।
অনেক অনেক শুভ কামনা রইল দুই দলের ক্ষুদে ফুটবলারদের জন্য।

No comments

Powered by Blogger.