বয়স্ক শিক্ষা নিয়ে "ভিন্ন দৃষ্টি"
স্বাক্ষরতা বলতে সাধারণত আমরা অক্ষর জ্ঞান সম্পন্নতাকে বুঝি। এক সময় শুধু স্বাক্ষর জ্ঞানকেই স্বাক্ষরতা বলা হত। আর ষাটের দশকে পড়া ও লেখার দক্ষতার পাশাপাশি সহজ হিসাব-নিকাশের যোগ্যতাসম্পন্ন মানুষ স্বাক্ষর মানুষ হিসেবে পরিগণিত হত। আশির দশকে লেখাপড়া ও হিসাব-নিকাশের পাশাপাশি সচেতনতা ও দৃশ্যমান বস্তুসামগ্রী পঠনের ক্ষমতা স্বাক্ষরতার দক্ষতা হিসেবে স্বীকৃত হয়। বর্তমানে এ স্বাক্ষরতার সঙ্গে যোগাযোগের দক্ষতা, ক্ষমতায়নের দক্ষতা, জীবন নির্বাহী দক্ষতা, প্রতিরক্ষার দক্ষতা এবং সাংগঠনিক দক্ষতাও সংযোজিত হয়েছে।
সমাজের পিছিয়ে থাকা ছিন্নমূল মানুষদের শিক্ষার আওতাভুক্ত করতে "ভিন্ন দৃষ্টি" এর উদ্দ্যোগে "শিক্ষা কখনো সুযোগ হতে পারেনা, এটা হবে অধিকার" এই স্লোগানকে সামনে রেখে শুরু হতে যাচ্ছে "বয়স্ক শিক্ষা কার্যক্রম"। বর্তমানে জরীপের মাধ্যমে শিক্ষার্থী সংগ্রহ চলছে। আগামী ডিসেম্বরে আমরা আমাদের মূল কার্যক্রম শুরু করতে পারব বলে আশাবাদী।