শিক্ষাবৃত্তি ও স্বাবলম্বী করার উদ্দেশ্যে সারিয়াকান্দি
আজ ১০ই নভেম্বর ভিন্ন দৃষ্টি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কর্ণিবাড়ি ইউনিয়নের শোনপচা চড়ে যায় কিছু সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও কিছু অস্বচ্ছল পরিবারকে স্বাবলম্বী করার উদ্দেশ্য নিয়ে। সেই চড়ে একটি প্রাইমেরি এবং একটি হাই স্কুল হওয়াতে স্কুলের স্যার ম্যাডাম দের সহযোগিতায় ৩৬ টি এমন মেধামী শিক্ষার্থী পাওয়া যায় যাদের টাকার অভাবে পড়াশুনা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আমাদের সামর্থ্য নেই এই ৩৬ জন কে শিক্ষাবৃত্তি দেওয়ার তাই আমরা এদের ভিতর থেকে পরিক্ষার মাধ্যমে আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু সংখ্যক শিক্ষার্থীদের বেছে নিব।