১ম বারের মত O+ ডোনেট করলেন Afia Naoar Eva আপু



নেই হারাবার ভয়
নতুন প্রানের সঞ্চয়,
নিজের রক্ত বইছে অন্যের শিরায়
এইতো মানবতার পরিচয়।

অাজ একজন থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত বাচ্চা শিশুকে #ভিন্নদৃষ্টি' পরিবারের পক্ষ থেকে ১ম বারের মত O+(পজেটিভ) তাজা ❣️ ভালোবাসা ডোনেট করলেন অামাদের সংগঠনের প্রাণপ্রিয় Afia Naoar Eva আপু । অাপনারা সবাই রোগি এবং Afia Naoar Eva জন্য অাল্লাহর কাছে প্রর্থনা করবেন যেনো তারা দুজনেই দির্ঘ্যজীবি হয় ও সুস্থ্য থাকে।

No comments

Powered by Blogger.