পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান ও সচেতনতামূলক লিফলেট বিতরন-১
আমাদের দেশে, বিশেষ করে শহরাঞ্চলে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব একটি বড় সমস্যা। রাস্তাঘাট নোংরা ও অপরিচ্ছন্ন থাকবে, এটাই যেন স্বতঃসিদ্ধ। নগরের রাস্তাঘাট পরিষ্কার করার দায়িত্ব মূলত সিটি করপোরেশন ও পৌরসভাগুলোর। কিন্তু প্রায়ই দেখা যায়, এসব প্রতিষ্ঠান তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করছে না। এ রকম পরিস্থিতিতে কেউ যদি স্বেচ্ছায় রাস্তাঘাট ও নালা পরিষ্কারে এগিয়ে আসে, তখন তা আমাদের মনে আশা জাগায়। আসলে আমরা সবাই যদি সচেতন হই, তাহলে কোথাও কোনো ময়লা-আবর্জনা পড়ে থাকার কথা নয়। নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব আছে নিজের নগর পরিষ্কার রাখার। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলার বদভ্যাস আমাদের পরিত্যাগ করতে হবে। আমরা সবাই যদি এভাবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে শহরের রাস্তাঘাট পরিষ্কারের উদ্যোগ নিই, তাহলে কোনো নগরই আর অপরিচ্ছন্ন থাকবে না। মানুষ একবার ভালো পরিবেশে আসলে সে আর আগের পরিবেশে ফিরে যেতে চায় না। এটি হিউম্যান নেচার। এজন্য সচেতনতামূলক প্রচারণা সব থেকে গুরুত্বপূর্ণ। মানুষকে যদি ভালোভাবে বোঝানো যায় যে, তারা সুস্থ থাকলে কাজ করতে পারবে, ভালো থাকবে, অসুস্থ হলে বসে থাকতে হবে, তাহলে তারা স্বাস্থ্য সচেতন হবে। তারা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবে এবং পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুস্থ পরিবেশ নিশ্চিত করা যাবে।
পরিষ্কার-পরিচ্ছন্নতা মানুষের স্বভাবজাত প্রেরণা। তাই স্বভাব যদি বিকৃত না হয় তাহলে মানুষ নিজেও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে এবং চারপাশের পরিবেশ ও লোকজনকেও পরিচ্ছন্ন দেখতে ভালবাসে। "করি অঙ্গীকার, রাখবো চারপাশ পরিষ্কার" এই স্লোগানকে সামনে রেখে আজ ২৬শে অক্টোবর শুক্রবার টিম ভিন্নদৃষ্টি বগুড়া শহরের সেউজগাড়ী এলাকায় "পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান ও সচেতনতামূলক লিফলেট বিতরন" করে।