কলিকে ভিন্নদৃষ্টি এর পক্ষ থেকে A+ ব্লাড ডোনেট করা হলো


ডাক নাম কলি।
ক্লাস সিক্সে পড়ে বয়স ১১।
এজন্যেই তার পরিবারের এতো দুশ্চিন্তা। কলি তার বাবা মার ৩য় সন্তান হলেও একমাত্র সন্তান।
বুঝলেন না তাইতো..?
কলি থ্যালাসেমিয়ার রোগী আর তার আগের ভাই-বোনও ছিল এর ভুক্তভোগী। তারা দুইজনই ১১ বছর বয়সে মারা যায়। তাই কলির বাবা মা অনেক ভয়ে আছে কলিকে নিয়ে, যদি কলিও সেই না ফেরার দেশে চলে যায়।

আজ এই কলিকে #ভিন্নদৃষ্টি এর পক্ষ থেকে A+ ব্লাড ডোনেট করা হলো।

সবাই কলির জন্য দোয়া করবেন, সে যেন সুস্থ হয়ে তার বাবা মার কাছে থাকতে পারে।

No comments

Powered by Blogger.