দেশটাকে পরিষ্কার করি দিবস ২০১৮



"চারপাশে ময়লা নাই, এমন একটা দেশ চাই।"
আগামী ১৫ই সেপ্টেম্বর সারা দেশে একযোগে অনুষ্ঠিত হবে "দেশটাকে পরিষ্কার করি দিবস ২০১৮"।
এই দিবস উপলক্ষ্যে আয়োজিত ইভেন্টে অংশগ্রহণ করবে টিম ভিন্ন দৃষ্টি। তাই টিমের সকল সদস্য কে সঠিক সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি। যাদের টিশার্ট আছে তারা পরে আসবেন।
ইভেন্ট ডেটঃ ১৫ই সেপ্টেম্বর।
রিপোটিং টাইমঃ সকাল ১০ টা।
রিপোটিং প্লেসঃ খোকন পার্ক।

প্রতিটি স্বেচ্ছাসেবীর জন্য থাকবেঃ
১) মাক্স, গ্লোপস, ক্যাপ, ব্যাচ।
২) সার্টিফিকেট।
৩) খাবার।

এছাড়াও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এ লাইভ দেখানো হবে।
কাল সকাল ১০ টা থেকে ১ টা পর্যন্ত যারা ফ্রি আছেন তারা অবশ্যই আসবেন পারলে বন্ধু বান্ধবেরও আনতে পারেন।

প্রয়োজনেঃ
নিয়মঃ 01704234077
অর্ক : 01952462008
শাহিনঃ 01750278965
সিজারঃ 01716262352
মামুনঃ 01748394836

No comments

Powered by Blogger.