ভিন্নদৃষ্টি'র পাঠশালা তে নানা আয়োজনে জাতীয় শিশু দিবস পালিত হয়

১৭ই মার্চ জাতীয় শিশু দিবস উপলক্ষে বগুড়া শহরের চেলোপাড়া চাষী বাজার সংলগ্ন শিশুপার্ক এ অবস্থিত ভিন্নদৃষ্টি'র পাঠশালা তে নানা আয়োজনে পালিত হয় দিনটি। শিশু দিবস উপলক্ষে উক্ত পঠশালার শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতা এবং ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন এবং সকল শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরন ও খাবার বিতরন করা হয়। উল্লেখ্য যে, গত ২ ফেব্রুয়ারী ২১ টি সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে শিক্ষা কার‍্যক্রম শুরু করে ভিন্ন দৃষ্টি। যার নাম ভিন্নদৃষ্টি'র পাঠশালা। বর্তমানে এই পাঠশালাতে শিক্ষার্থীর সংখ্যা ৪৪ জন। এসব সুবিধাবঞ্চিত ছিন্নমূলশিশুরা যেন সমাজের বোঝা না হয়ে সামাজিকতা ও নৈতিকতা সম্পন্ন সু-নাগরিক করে গড়ে তোলায় ভিন্নদৃষ্টি'র পাঠশালার মূল লক্ষ্য।




Powered by Blogger.