বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী- ২০১৮



ধীরে ধীরে বর্তমান প্রজন্মের কাছে খুবই দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে স্বেচ্ছায় রক্তদান। এরই ধারাবাহিকতায় ৬ আগস্ট সোমবার ভিন্ন দৃষ্টি  এর উদ্যোগে সকাল ১০ টা থেকে দুপুর ০৩ টা পর্যন্ত বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।  উক্ত অনুষ্ঠান উদ্বোধন করে অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মোঃ হোসেন সাহিদ মাহবুবুর রহমান।  তিনি তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, বর্তমান সময়ে নিজ নিজ রক্তের গ্রুপ জানা খুবই জরুরী আর সেই সুযোগ বিনামূল্যে করে দেওয়ার জন্য টিম ভিন্নদৃষ্টিকে জানায় অসংখ্য ধন্যবাদ।
রক্তের গ্রুপ নির্ণয় করার পাশাপাশি রক্তদান সম্পর্কে সচেতন করা হয়, যাতে তারা মানুষের প্রয়োজনে রক্ত দান করেন। সকল ছাত্রীরা উৎসাহ নিয়ে রক্তের গ্রুপ নির্ণয় করেছেন। উক্ত ক্যাম্পেইনে প্রায় ২৭৯ ছাত্রীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
Powered by Blogger.