ভিন্নদৃষ্টি'র ঈদ আনন্দ'১৮
গতবারের মত এবারো আমরা টিম ভিন্নদৃষ্টি শপথ নিয়েছি এই ঈদে সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটাবো।
আমরা এই ঈদে কিছু সুবিধাবঞ্চিত পরিবারের হাতে তুলে দিব "খুশির বাক্স"।
প্রতিটি "খুশির বাক্সে থাকবে :
১) পরিবারের সকলের জন্য এক সেট ঈদের নতুন কাপড়।
২) সেমাই, চিনি, দুধ, বাদাম, কিচমিচ।
৩) কিছু নগদ টাকা।
আমাদের এই শপথ বাস্তবায়ন করতে এবং তাদের মুখে হাসি ফোটাতে প্রয়োজন আপনাদের সহযোগীতা। প্রতিবারের মত এবারো আমাদের পাশে আপনারা থাকবেন এই আমাদের প্রতাশ্যা।
আপনি চাইলে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়ে নিজের হাতে ফোটাতে পারেন কিছু পরিবারের মুখে হাসি।
আমাদের ভলেন্টিয়ার হতে বা এ সম্পর্কে বিস্তারিত জানতে অথবা সাহায্য পাঠতে যোগাযোগ করুন
মোবাইল : 01743477675
বিকাশ : 01743477675
রকেট : 01743477675-2
বিদ্রঃ সাহায্য পাঠানোর শেষ তারিখ ৫ই জুন।
ধন্যবাদ। 😊
#ভিন্নদৃষ্টির_ঈদআনন্দ
#VinnoDristyr_EidAnondo
আমাদের ইভেন্ট লিংক :
https://goo.gl/8Sns6q