ভিন্নদৃষ্টি'র পাঠশালা

গত ২ ফেব্রুয়ারী ২১ টি সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে শিক্ষা কার‍্যক্রম শুরু করে ভিন্ন দৃষ্টি। যার নাম ভিন্নদৃষ্টি'র পাঠশালা। বর্তমানে এই পাঠশালাতে শিক্ষার্থীর সংখ্যা ৪৪ জন। এসব সুবিধাবঞ্চিত ছিন্নমূলশিশুরা যেন সমাজের বোঝা না হয়ে সামাজিকতা ও নৈতিকতা সম্পন্ন সু-নাগরিক করে গড়ে তোলায় ভিন্নদৃষ্টি'র পাঠশালার মূল লক্ষ্য।



Powered by Blogger.