অনুষ্ঠিত হলো ভিন্নদৃষ্টি'র ঈদ আনন্দ'২১

 অনুষ্ঠিত হলো ভিন্নদৃষ্টি'র ঈদ আনন্দ'২১







গতবারের মত এইবারও আমাদের “ভিন্নদৃষ্টি’র পাঠশালা” এর ৫২ জন শিক্ষার্থীর ৫২ টি পরিবারে আমরা ঈদের বাজার সহ ১০ দিনের বাজার ঈদ উপহার হিসেবে দিতে চেয়েছিলাম। কিন্তু বর্তমানে আমাদের সকলের আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে আমরা আমরা শুধুমাত্র ঈদের দিনের বাজার সহ তিন দিনের বাজার দিতে পেরেছি। প্রতিটি ব্যাগে রয়েছে ভাতের চাল পোলাওয়ের চাল, সেমাই, চিনি, দুধ, বাদাম ও কিসমিস।
কৃতজ্ঞতা রইল আপনাদের সকলের প্রতি। আপনাদের ভালোবাসায় আজ আমরা এই হাসিমুখ গুলো দেখতে পারছি। পোস্ট শেয়ার করে ভালোবাসার হাসিমুখ অন্যকে দেখার সুযোগ করে দিবেন আশা করি।

No comments

Powered by Blogger.