ভিন্নদৃষ্টি'র ঈদ আনন্দ'২৩






সবাইকে ঈদের শুভেচ্ছা।
শেষ হলো ভিন্নদৃষ্টি'র ঈদ আনন্দ'২৩।
এইবার আয়োজনে ছিলঃ
১। ৪ টা পরিবারের জন্য "ভিন্নদৃষ্টি'র খুশির বক্স" যেখানে মোট ১৫ জনের নতুন কাপড় এবং ঈদের খাদ্য সামগ্রী হিসেবে চিনি, লাচ্চা সেমাই, দুধ, বাদাম কিসমিস ছিল।
২। ৫ টা পরিবারের জন্য ঈদের খাদ্য সামগ্রী যেখানে, পোচাও চাল, লাচ্চা সেমাই, চিনি, দুধ, বাদাম কিসমিস ছিল।
৩। ৪১ জন বাচ্চার জন্য ঈদের নতুন পোশাক ও খাদ্য সামগ্রী হিসেবে লাচ্চা সেমাই, চিনি, দুধ, বাদাম কিসমিস ছিল।
৪। দুজন বৃদ্ধার জন্য পাঞ্জাবী ও লুঙ্গী। যা এখনো দেওয়া হয়নি।
৫। মেহেদী উৎসব।
এই আয়োজনে প্রায় ২০০+ মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছি।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যারা এই আয়োজনে প্রতক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন।

No comments

Powered by Blogger.