ভিন্নদৃষ্টি'র ঈদ আনন্দ'২২





 ভিন্নদৃষ্টি'র ঈদ আনন্দ'২২ সাকসেসফুল


এইবারের আয়োজন…
৯ টি পরিবারের ৩৩ জনের জন্য নতুন কাপড়।
৪ টা পরিবারের জন্য ঈদের খাদ্য সামগ্রী।
ভিন্নদৃষ্টি'র পাঠশালা এর ২৬ জন শিক্ষার্থীর নতুন জামা।
ভিন্নদৃষ্টি'র পাঠশালা এর ২৬ জন শিক্ষার্থীর পরিবারের জন্য ঈদ খাদ্য সামগ্রী।
ভিন্নদৃষ্টি'র পাঠশালার ২৬ জন বাচ্চাসহ প্রায় ৪০ জনের হাতে মেহেদী।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এই আয়োজনের পিছে যারা জড়িত ছিলেন।

No comments

Powered by Blogger.