"এক বেলার খাবার" প্রজেক্ট

আপনারা সকলেই জানেন যে গত ২৮ মার্চ থেকে আমরা "এক বেলার খাবার" নামে একটা প্রজেক্ট চালু করি। গত ২৮ মার্চ থেকে আজ ২৪ এপ্রিল টানা ২৮ দিন আমরা প্রতিদিন অসহায় ক্ষুদার্ত মানুষের কাছে পৌছে দিচ্ছি এক বেলার খাবার। প্রতিদিন দুপুরে কড়া রোদে রাস্তায় ঘুরে ঘুরে রাস্তার ভাসমান অসহায় ভিক্ষুক, মানষিক ভারসাম্যহীন ক্ষুদার্ত মানুষদের মাঝে এক বেলার খাবার পৌছে দিচ্ছি। আপনাদের সকলের সহযোগিতায় এই ২৮ দিনে আমরা ১২৬৫ প্যাকেট খাবার বিতরন করতে সক্ষম হয়েছি।
সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।
আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন।
আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে বা সাহায্য করতে যোগাযোগ করুনঃ
রিংকু রায় অর্ক ০১৯৫২৪৬২০০৮





1 comment:

Powered by Blogger.