ভিন্নদৃষ্টি’র বর্ষবরণ ১৪২৬
পহেলা বৈশাখ, পুরাতন সব গ্লানি ভুলে নতুন করে সব শুরুর প্রত্যয় নিয়ে সূচনা হলো আরও একটি নতুন বছর। সূর্যোদয়ের সাথে সাথে নাচ, গান আর পান্তা-ইলিশের সাথে বাঙালি সাড়ম্বরে বরণ করে নেয় বঙ্গাব্দ ১৪২৬ সালকে।
চারিদিকে উৎসবের রঙে রেঙেছে সবাই। কিন্তু এই উৎসবের রঙও যাদেরকে স্পর্শ করে না। যাদের জীবন উৎসবের রঙের ছোঁয়ায় রঙ্গীন হয়ে ওঠে না, এসব ছিন্নমূল শিশুদের নিয়ে ”ভিন্নদৃষ্টি’র পাঠশালা” তে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয় পান্তা-ইলিশ সাংস্কৃতিক অনুষ্ঠানের।
No comments