একুশে বই মেলার "ভিন্নদৃষ্টি'র পাঠশালা"




 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বগুড়ায় আয়োজিত ৯ দিন ব্যাপি একুশে বই মেলা শেষ হয়েছে গতকাল।


আপনারা সবাই অবগত রয়েছেন এই মেলার ১১-১২ নং দোকানে ছিল "ভিন্নদৃষ্টি'র পাঠশালা"। এই দোকানের বিক্রিত বইয়ের সম্পূর্ণ লাভ ব্যয় করা হবে সুবিধাবঞ্চিতদের জন্য।


ধন্যবাদ জানাচ্ছি সেইসব মানুষদের যারা আমাদের এই আয়োজনে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। আপনাদের কাছে টিম ভিন্ন দৃষ্টি অনেক কৃতজ্ঞ। আমাদের প্রতি আপনাদের ভালোবাসা, আমাদের প্রতি আপনাদের বিশ্বাস আমাদের অনুপ্রেরণা। এইটি আমাদের বড় কিছু করার সাহস যোগায়।


এছাড়াও ধন্যবাদ জানাই ভিন্ন দৃষ্টি'র সকল স্বেচ্ছাসেবীদের। বিশেষ ধন্যবাদ জানাই যে ১০-১২ জন স্বেচ্ছাসেবী নিরবিচ্ছিন্নভাবে শ্রম দিয়ে গেছে এই ৯ দিন।
এই গত ৯ দিনে আমরা সবচেয়ে বেশি যা অর্জন করেছি তা হলো আপনাদের ভালোবাসা। আসলেই এইটা আমাদের জন্য অনেক কিছু। সবাইকে আমরা জানাইছি আমাদের এখানে বইয়ের দাম বেশি। তারপরও আমাদের কাছে থেকে স্বতস্ফূর্ত ভাবে বই কিনেছে সবাই। সাথে জানিয়েছে আমাদের প্রতি তাদের মন্তব্য।


পরিশেষে একটা কথায় বলতে চাই, আপনারা বিগত দিনগুলোতে যেমন আমাদের পাশে ছিলেন আগামীতেও থাকবেন। আপনাদের এই অনুপ্রেরণা আমাদের আরো বড় কিছু করার সাহস যোগায়।
সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন।

No comments

Powered by Blogger.