মহান বিজয় দিবস উপলক্ষে ভিন্নদৃষ্টি'র পাঠশালা এর প্রভাতফেরী
আগামীকাল মহান বিজয় দিবস উপলক্ষে ভিন্ন দৃষ্টি এর সকল স্বেচ্ছাসেবী ও ভিন্নদৃষ্টি'র পাঠশালা এর শিক্ষার্থীদের নিয়ে প্রভাতফেরী এর আয়োজন করা হয়েছে।
ভিন্নদৃষ্টি'র পাঠশালা থেকে শুরু হয়ে শহীদ খোকন পার্কে শহীদদের প্রতি পুষ্পস্তবক এর মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে আবার পাঠশালায় এসে শেষ হবে।
আপনারা যারা এই আয়োজনে আমাদের পাশে থাকতে ইচ্ছুক তারা সকাল ৮ টার মধ্যে ভিন্নদৃষ্টি'র পাঠশালা তে চলে আসবেন।
অর্ক : 01952-462008
শাহীন : 01750-278965
No comments