"ভিন্নদৃষ্টি'র পাঠশালা" তে বর্ষবরণ
বাঙালির বর্ষবরণ নানা আয়োজন, বাজলো ঢোল আর ঢাক,
প্রকৃতির খেলায় নাগর দোলায়, ঘুরে এলো পহেলা বৈশাখ।
আগামী ১৪ই এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে "ভিন্নদৃষ্টি'র পাঠশালা" তে সারাদিন ব্যাপি কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান সূচি গুলো হলো : ক) বস্ত্র বিতরন খ) খাবার বিতরন গ) বাচ্চাদের আলপনা আঁকিয়ে দেওয়া। ঘ) খেলাধুলা। ঙ) অবিভাবক সমাবেশ। চ) বিকালের নাস্তা। দিনব্যাপি এই অনুষ্ঠান সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলবে। আমরা বিশ্বাস করি, সমাজের সব শিশুদের তাদের শৈশবে সব ধরনের অনুষ্ঠান উপভোগ করার অধিকার রয়েছে। এসব সুবিধাবঞ্চিত শিশুরা তাদের বাল্যজীবনে তেমন কোনো সুযোগ-সুবিধা পায়নি। তাদের জীবনে কিছু সুখের মুহূর্ত ফিরিয়ে দিতে ভিন্নদৃষ্টি'র এই উদ্যোগ। এই উদ্যোগে আপনারাও ভিন্নদৃষ্টির পাশে থাকতে পারেন। বাড়িয়ে দিতে পারেন আপনার সাহায্যের হাত। আপনার সামান্য কিছু সাহায্য হাসি ফুটাবে এই বাচ্চাদের মুখে। সাহায্য পাঠানোর শেষ তারিখ ১০ই এপ্রিল। যোগাযোগ : ভিন্নদৃষ্টি'র পাঠশালা চেলোপাড়া চাষীবাজার সংলগ্ন শিশুপার্ক। চেলোপাড়া এসে পার্ক বা চাষীবাজারের কথা বললেই যে কেউ দেখে দিবে । অর্ক : 01952462008 01771844344 মৃরাব : 01521492004