উষ্ণতা নিয়ে সিজন -২ দ্বিতীয় ধাপ



ভিন্নদৃষ্টি কর্তৃক আয়োজিত সুবিধাবঞ্চিতদের জন্য শীতের ইভেন্ট 'উষ্ণতা নিয়ে' এর দ্বিতীয় ধাপ এর প্রথম দিন ২০ জানুয়ারি শনিবার বগুড়ার হাড্ডিপট্টি বস্তিতে সম্পন্ন হয়।  উক্ত ইভেন্ট উপলক্ষ্যে অত্র এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে পুরাতন শীতবস্ত্র  বিতরণ করা হয়। সর্বমোট ২৩ জন সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
আমাদের পরবর্তি কার‍্যক্রম শীঘ্রই বাস্তবায়িত হবে বলে আশা করি।







1 comment:

  1. অনেক অনেক শুভ কামনা রইল।
    অনেক দূর এগিয়ে যাক ভিন্নদৃষ্টি ভাল কাজের মধ্য দিয়ে।।

    ReplyDelete

Powered by Blogger.