"ভিন্নদৃষ্টি'র পঠশালা" এর উদ্বোধনী অনুষ্ঠান
আগামী ৩ ফেব্রুয়ারি শনিবার ভিন্ন দৃষ্টি কতৃক আয়োজিত ছিন্নমূল শিশুদের নিয়ে "ভিন্নদৃষ্টি'র পাঠশালা" এর উদ্বোধনী অনুষ্ঠান দুপ...
আগামী ৩ ফেব্রুয়ারি শনিবার ভিন্ন দৃষ্টি কতৃক আয়োজিত ছিন্নমূল শিশুদের নিয়ে "ভিন্নদৃষ্টি'র পাঠশালা" এর উদ্বোধনী অনুষ্ঠান দুপ...
ভিন্নদৃষ্টি কর্তৃক আয়োজিত সুবিধাবঞ্চিতদের জন্য শীতের ইভেন্ট 'উষ্ণতা নিয়ে' এর দ্বিতীয় ধাপ এর প্রথম দিন ২০ জানুয়ারি শনিবার বগুড়ার...
ফজলে রাব্বীঃ ”হৃদয়ের উষ্ণতায় উষ্ণ থাকবে শীতার্তরা উষ্ণতা নিয়ে ভিন্ন দৃষ্টি”এই শ্লোগানে ভিন্নদৃষ্টি কর্তৃক আয়োজিত সুবিধাবঞ্চিতদের জন্য শ...
"হৃদয়ের উষ্ণতায় উষ্ণ থাকবে শীতার্তরা" এই শ্লোগানে ভিন্নদৃষ্টি কর্তৃক আয়োজিত সুবিধাবঞ্চিতদের জন্য শীতের ইভেন্ট 'উষ্ণতা নি...
প্রিয় শুভাকাঙ্ক্ষি, আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা অবগত আছেন যে, গত ৪ বছর ধরে ভিন্ন দৃষ্টি কতৃক আয়োজিত হয়ে আছসে "ভিন্নদৃষ্টি'র ঈদ আনন্দ" নামের ইভেন্ট। ২০১৮ ও ২০১৯ সালে আমদের বাছাইকৃত পরিবার গুলোকে সম্পূর্ণভাবে ঈদের আনন্দ দেওয়ার জন্য "ভিন্নদৃষ্টি'র খুশির বক্স" বিতরন করা হয়। সেখানে পরিবারের সবার পোশাক সহ ঈদের খাবার পর্যন্ত ছিল। কিন্তু গত বছর থেকে পরিস্থিতি ভিন্ন। বর্তমানে পোশাকের চেয়ে খেয়ে বেঁচে থাকাটা জরুরী হয়ে পরেছে। তাই টিম ভিন্ন দৃষ্টি গত বছর "ভিন্নদৃষ্টি'র পাঠশালা" এর ৫২ জন শিক্ষার্থীর ৫২ টি পরিবার সহ মোট ৫৬টি পরিবারে ঈদের বাজার সহ ৭ দিনের বাজার ঈদ উপহার হিসেবে দিয়েছি। এইবারও আমরা তেমন কিছু করতে চাচ্ছি। গতবারের মত এইবার আমাদের উপহার সামগ্রীর মধ্যে থাকবেঃ চাল - ১০ কেজি আলু - ৩ কেজি ডাল - ১ কেজি পিয়াজ - ১ কেজি তেল - ১ কেজি ঈদের জন্যঃ পোলাও চাল - ১ কেজি সেমাই - ১ কেজি চিনি - ১ কেজি দুধ, বাদাম, কিসমিস প্রতিটি পরিবারের জন্য খরচ হবে প্রায় ১১০০ টাকা। বরাবরের মত এইবারো আমরা আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি। আমরা সবাই বর্তমান পরিস্থিতি বুঝতে পারছি। কিন্তু এইটাও সত্য "ছোট্ট ছোট্ট বালুকণা বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতল।" আসুন সবার সহযোগিতায় সমাজের পিছিয়ে থাকা সুবিধাবঞ্চিত মানুষের মুখে একটু হাসি ফোটই। ঈদের আনন্দ তাদের সাথেই ভাগাভাগি করি। ইভেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে বা সাহায্য পাঠাতে যোগাযোগ করুনঃ Rinku Roy Orko: 01952462008 Event Link https://fb.me/e/cQKlrjiDb।।